পুঁজিবাজার থেকে জুয়াড়িচক্র নিমূর্ল করতে হবে

দেশের পুঁজিবাজারে আবারও তৎপরতা বেড়েছে জুয়াড়ি চক্রের। একাধিক সিন্ডিকেটের কারসাজিতে এমন সব কোম্পানির শেয়ারের দাম কয়েক গুণ বেড়েছে, যেগুলোর কোনোটিরই মূল্য সংবেদনশীল তথ্য নেই। ২০ থেকে ২৫টি ছোট মূলধনী ও দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজিতে মেতেছে জুয়াড়ি সিন্ডিকেটগুলো।

বিভিন্ন সূত্রে জানা যায়, কারসাজিতে এমন সব কোম্পানির নাম রয়েছে যেগুলোর ব্যবসা বৃদ্ধি কিংবা মুনাফা বাড়েনি, ভবিষ্যতে ব্যবসা বাড়ারও কোনো সম্ভাবনা নেই। এছাড়া কোম্পানির কারখানা আছে তবে লোকসান অনেক, মুনাফায় ফেরারও সম্ভাবনা নেই। কারখানা তো দূরের কথা, কোম্পানির সাইন বোর্ড নেই, এমন সব কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়াচ্ছে চক্রগুলো। যা গত কয়েক মাস ধরেই অব্যাহত রয়েছে।

কারসাজির মাধ্যমে এসব কোম্পানির শেয়ারের দাম চলতি মাসেই দ্বিগুণ বাড়িয়েছে জুয়াড়িরা। আর গত দুই মাসে বাড়িয়েছে প্রায় ছয় গুণ। অস্বাভাবিক এদাম বৃদ্ধির প্রভাব পড়ছে পুরো মার্কেটে। এ জন্য সূচকও বাড়ছে। বিষয়টিকে ইতিবাচক ধরে খুব একটা পাত্তা দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে ছোট মূলধনী ও দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিপাকে পড়েছে ভালো কোম্পানিগুলো। ভালো মৌলভিক্তি সম্পন্ন কোম্পানির শেয়ারে দাম গত দুই মাস ধরে কমছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ক্রেতা সংকটে ফ্লোর প্রাইসে অবস্থান করছে এসব কোম্পানির শেয়ার। তাই জুয়াড়ি চক্র নির্মূল করার কোনো বিকল্প নেই।

Tagged