পুঁজিবাজারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আস্থা ফেরানো

সারা পৃথিবীর পুঁজিবাজারের সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজারকে মেলানোর ক্ষেত্রে বেশকিছু পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রেই আমাদের পুঁজিবাজার বিশ্বের সঙ্গে মিলবে না। কারণ এখানে আস্থার সংকট অনেকে বেশি গভীরে ঢুকে গেছে। এর শেকড়সহ উতপাটন করতে না পারলে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি এড়ানো সম্ভব নয়। যে কারণে পুঁজিবাজার সহায়ক বেশ  কয়েকটি প্রস্তাব নিয়ে বাজেট পেশের পরের দিনও বাজারে সূচক নিম্নমুখী।

এখন প্রশ্ন ওঠে কেনো আমাদের বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের এতো অনাস্থা? আমাদের অনেক বিনিয়োগকারী মনে করেন কতিপয় লোকের কারসাজি বাজারে বিদ্যমান। তাই সরকার আন্তরিক হয়ে ভালো পদক্ষেপ নিলেও, বাজারের অগ্রগতি সম্ভব নয়। তাদের এমন ধারণা কিন্তু রাতারাতি হয়নি। দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা এই ধারণায় উপনীতে হয়েছেন। কারণ দেখা যায়, পুঁজিবাজারে সরকার যতই সুবিধা দিক, এর সুফল সাধারণ বিনিয়োগকারীরা পান না। কতিপয় কারসাজি চক্র বাজারের সর্বনাশ করতেই তৎপর থাকে সব সময়। এছাড়া নানা ধরনের অনিয়ম বিভিন্ন সময় বাজারের টুটি চেপে ধরেছে। এসব অনিয়ম থেকে বর্তমান বাজার কতটা নিরাপদ, বিনিয়োগকারীদের সেই সংশয়ও রয়ে গেছে। এখন তাদের আস্থা ও বিশ্বাস ফেরানোটাই পুঁজিবাজারের জন্য বড় চ্যালেঞ্জ।

এসএমজে২৪/কা

Tagged