বেড়ায় যদি ক্ষেত খেয়ে ফেলে, সেই ক্ষেতের ফসল রক্ষা করা কঠিন। দেশের পুঁজিবাজার রক্ষার জন্য যেমন আইন-কানুন রয়েছে, তেমনই রয়েছে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানও। এসব প্রতিষ্ঠানেরও বিভিন্ন ধরনের নীতিমালা রয়েছে। তারপরও সবকিছুর ফাঁকফোকর দিয়ে অনিয়মের ঘটনাও কম নয়। পুঁজিবাজারে সুদিন ফেরাতে হলে এসব ফাঁকফোকর বন্ধ করা প্রয়োজন।
কথায় আছে, যে নিজের ভবিষ্যৎ দেখে না, অন্যে এসে তার ভবিষ্যৎ গড়ে দিতে পারে না। সুতরাং পুঁজিবাজারের দুর্বলতা কাটানোর জন্য প্রথমে উদ্যোগী হতে হবে সংশ্লিষ্টদের। এখানে সরকার এসে বারবার পদক্ষেপ নিয়ে বাজারের উন্নতি করতে পারবে না। দরকার হলে সরকার আইনি সাপোর্ট দিতে পারে, আইন তৈরি করে দিতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্টদেরই এগিয়ে আসতে হবে। কারণ আইনি দুর্বলতা বা ফাঁকফোকর বের করে অনিয়মকারীরা সুবিধা নিয়ে থাকে। এ কারণে অনেক সময় তাদেরকে ধরা যায় না। এর ক্ষতিকর প্রভাব পড়ে পুঁজিবাজারে। ক্ষতির শিকার হন সাধারণ বিনিয়োগকারীরা- যারা নিজেদের পরিশ্রমের সামান্য অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করেন। এ কারণে যত দ্রুত ওইসব ফাঁকফোকর বন্ধ হবে ততই মঙ্গল।