আজ ব্লক মার্কেটে ২৯ কোম্পানির লেনদেন ২১ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে আল-আরাফা ইসলামি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে এসএসস্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৩৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এক্টিভ ফাইন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিডি ফাইন্যান্স,বাংলাদেশ ইক্সপোর্ট ইমপোর্ট, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিএপিএমআইবিবিএল ইসলামী মিচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যোল রিফাইানারি, ডেল্টা ব্র্যাক হাউজিং, এনার্জিপ্যাক পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, এম.এল ডাংই, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, পাওয়ার গ্রিড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এসকে স্টিম, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

এসএমজে/২৪/সা

Tagged