পুঁজিবাজারে নীতিনির্ধারকদের মনোযোগ বাড়াতে হবে

আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন যে বিষয়ে ভাবা দরকার, সেই কাজটি সময় মতো করা হয় না। এসব ক্ষেত্রে নীতিনির্ধারকদের দায় বেশি। আর এর জন্য নানা ক্ষেত্রে চরম মূল্য দিতে হয়। দেশের পুঁজিবাজারেও বিষয়টি একইরকম। এখানে অনেক ক্ষেত্রেই সময় মতো নীতিনির্ধারকদের প্রয়োজনীয় সমর্থন সহযোগিতা পাওয়া যায় না।

দীর্ঘ দিন ধরে পুঁজিবাজারে মন্দা বিরাজ করছে। এখানে বিশ্ব অর্থনীতির মন্দা, করোনা পরিস্থিতিসহ নানা কারণ রয়েছে। সমস্যা যেমন আছে, তার থেকে উত্তরণের উপায়ও রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে মন্দা বা দরপতন থাকলেও নীতিনির্ধারকেরদ তেমন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এটি কোনো ভালো লক্ষণ নয়। যেভাবেই হোক সবার আগে দেশের স্বার্থ, অর্থনীতির স্বার্থকে বিবেচনায় রাখতে হবে।

এতো দীর্ঘ সময় বাজারে মন্দা থাকার ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনীহা কাজ করটা স্বাভাবিক। এখন তাদেরকে লেনদেনে সক্রিয় করতে হলে, ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারের প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে। এটি আমরা যেমন জানি, বাজার সংশ্লিষ্টসহ নীতিনির্ধারকরা জানেন। তারওপর বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আমরা আশা করবো এ বিষয়ে তারা আন্তরিক হবেন।

Tagged