পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগ অগ্রাধিকার পাওয়া উচিত

যেকোনো খাতেই বিনিয়োগ নিরাপদ হওয়া চাই। যারা বিনিয়োগ করবেন তারা যদি পুঁজি বাঁচানোর ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কায় থাকেন, তাহলে অনাস্থায় ভুগবেন। আর অনাস্থা নিয়ে কেউ বিনিয়োগে সক্রিয় হবেন না। বিশেষ করে পুঁজিবাজারে এটি জোর দিয়েই বলা যায়। এখানে এমনিতেই যার বিনিয়োগ, ব্যবসা তিনি করেন না। করেন যারা কোম্পানি চালান তারা। ফলে এখানে ঝুঁকি একটু বেশিই থাকে। তবে সেই ঝুঁকিটুকু নেয়া যায় যদি পুঁজিবাজারে আস্থার প্রকাশ থাকে। আমাদের দেশের পুঁজিবাজারে আস্থার সংকট অনেক পুরোনো। এটির সমাধান হওয়া খুবই প্রয়োজন।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও টাকা খাটান। তাদের উদ্দেশ্য থাকে পুঁজি টিকিয়ে রেখে মুনাফা করা। এটি কোনো মন্দ উদ্দেশ্য নয়। কিন্তু দেখা যায় অনেক সময় তাদের পুঁজিই চলে যাচ্ছে। এক্ষেত্রে তারা বুঝতেও পারেন না কেনো পুঁজি চলে যায়। অনেক সময় কোম্পানির ভালো-মন্দের খবর ছাড়াই বিনিয়োগকারীরা নিঃস্ব হচ্ছেন। এটি মোটেই কাম্য নয়। আবার কোম্পানিগুলোর কারণেও এ ধরনের ঘটনা ঘটে। তখন পুঁজির নিরাপত্তা থাকে না বাজারে। পুঁজির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারলে বাজার নিয়ে দুর্ভাবনা কমে যাবে।

Tagged