পুঁজিবাজারে এখন শেয়ার কেনার উত্তম সময়

চৌকস বিনিয়োগকারীরা শুধু শেয়ার বেচে নয়, কিনেও লাভবান হন। এক্ষেত্রে জানতে হবে কোন শেয়ার কখন কেনাটা লাভজনক হতে পারে। এটি জানার জন্য বিনিয়োগকারীর প্রয়োজনীয় জ্ঞান থাকার দরকার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বুদ্ধিমত্তাও থাকতে হয় বিনিয়োগকারীর। কথায় আছে, যার হয় না নয়ে, তার হবে না নব্বইয়েও। অনেকদিন পুঁজিবাজার পড়ে থাকার পরও কোনো কোনো বিনিয়োগকারী ভালো করতে পারেন না। আবার অনেকে অল্প সময়েই সফল হন। তাই বিনিয়োগকারীকে জানতে হবে পুঁজিবাজার সম্পর্কে। এর জন্য কোম্পানির আর্থিক চিত্র প্রতিনিয়ত বিশ্লেষণ করার পাশাপাশি। সামগ্রিক অর্থনীতি নিয়েও জানাবোঝা থাকতে হবে।

পুঁজিবাজার বিষয়ক জ্ঞান অর্জন করার জন্য এখন নানা ধরনের শিক্ষামূলক বই বাজারে পাওয়া যায়। শুধু কোম্পানির আর্থি তথ্য বা ডিএসইর ওয়েবসাইট দেখে সঠিক জ্ঞান অজর্ন সম্ভব নয়। এর চেয়েও আরো বেশিকিছু করতে হবে। আর একটি বিষয় হলো সাধারণ জ্ঞান। প্রত্যেক ব্যক্তিকে স্ব স্ব ক্ষেত্রে সাফল্য পেতে হলে বিশেষ জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান থাকতে হবে। যার মাধ্যমে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে। বর্তমানে বাজারে অনেক শেয়ার অবমূল্যায়িত। এসব শেয়ার জেনেবুঝে কেনার উত্তম সময় এখন। তাই বিনিয়োগকারীদের জেনেবুঝে শেয়ার কিনতে হবে। তা হলে মুনাফা করার সুযোগ সৃষ্টি হবে।

Tagged