দেশের পুঁজিবাজারে গত এক দশকেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে। দীর্ঘ মন্দার কারণে বাজারে টানা আস্থার সংকট রয়েছে। এই বাস্তবতা বদলানোর জন্য বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব প্রতিশ্রুতি বাজারের কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। বরং বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দিন দিন বেড়েই চলছে। একটি উন্নত পুঁজিবাজার পাওয়ার জন্য বাজারের যে ধরনের শর্ত পূরণ হওয়া দরকার সেগুলো করা হচ্ছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এই দাবি কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
বর্তমানে পুঁজিবাজার নিয়ে কোনো ধরনের আশ্বাসই বিনিয়োগকারীদের মনপ্লুত হচ্ছে না। কারণ দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে চলছেন। তাদের মধ্যে ভয়-ভিতি কাজ করছে। যে কারণে লেনদেনে আশানুরূপ গতি নেই। আমরা আগেও বলেছি, পুঁজিবাজারের উন্নতি করতে হলে কেবল প্রতিশ্রুতিই সব নয় পদক্ষেপ নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাহলে হয়তো পরিবর্তন সম্ভব। একই সঙ্গে বাজারের উন্নতির জন্য দীর্ঘ মেয়াদি সুশাসন কায়েম করতে হবে। এ ক্ষেত্রে ঢিলাঢালাভাব বাজারের জন্য মঙ্গল বয়ে আনবে না। তাই এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে একযোগে কাজ করতে হবে।