পুঁজিবাজারে অনিয়ম: আর্থিক জরিমনায় পার পেয়ে যাওয়া বন্ধ করতে হবে

বড় অপরাধের জন্য যদি লগু শাস্তি হয় তাহলে ওই অপরাধ বন্ধ করা সম্ভব নয়। বরং অপরাধের তুলনায় শাস্তি যেনো আরও বেশি পরিমাণে হয়, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন। তাহলে অপরাধির কাছে এটি ভীতি ও ক্ষতির কারণ বলে বিবেচিত হবে। আমাদের দেশের পুঁজিবাজারে দেখা যায় বড় ধরনের অপরাধ করে সামান্য জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছেন অপরাধিরা। এতে অপরাধে আরও উৎসাহী হচ্ছেন তারা। এক্ষেত্রে শুধু আর্থিক জরিমানা নয়, অপরাধীদের কারাগারে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তা নাহলে যেই লাউ সেই কদুই থেকে যাবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব আসার পর জরিমানার অংকটা একটু বড় হয়েছে। এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এর পাশাপাশি যদি অপরাধীকে কারাদণ্ড দেওয়ার বিধান করা হয়, তাহলে বিষয়টি আরও কার্যকর কিছু হবে বলে আমাদের ধারণা। এ বিষয়ে আমরা অনেক আগে থেকেই লিখে আসছি। প্রয়োজনে আরও লিখতে পারি। কিন্তু কাজটি করতে হবে সরকার বা নিয়ন্ত্রক সংস্থাকে। আমরা গণমাধ্যম হিসেবেই শুধু লিখেই যেতে পারি। তাই আশা করবো সংশ্লিষ্টরা বিষয়টি আমলে নেবেন।

Tagged