পুঁজিবাজারের সর্বস্তরে জবাবদিহিতা প্রয়োজন

পুঁজিবাজারে উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নানা সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপের মধ্যে কোনটা কতভাগ কার্যকর হলো সেটি বুঝার উপায় কী? বুঝার উপায় হচ্ছে পুঁজিবাজারে আসলে এর কতটা প্রভাব পড়ছে। সেই আলোকেই বিষয়টি দেখতে হবে। আমরা মনে করি সরকার অনেক সময় পুঁজিবাজারের উন্নয়নে পদক্ষেপ নিয়ে থাকে। এখন এসব পদক্ষে আসলে কতটা বাস্তবায়ন হলো, সেটি দেখার ক্ষেত্রে সর্বস্তরেই এক ধরনের ঢিলাঢালাভাব রয়েছে।

সিদ্ধান্ত যত ভালোই হোক, তার প্রয়োগ যদি সঠিকভাবে না হয় তা হলে সেটি থেকে ভালো ফলাফল আশা করা যায় না। আর এ কারণেই পুঁজিবাজারের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এ কাজ করতে যত দেরি হবে বাজার ততই ক্ষতিগ্রস্ত হবে। পুঁজিবাজার কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা ছাড়াও আরো অনেকগুলো পক্ষ রয়েছে যারা পুঁজিবাজারে কম-বেশি অবদান রাখে। এই সবগুলো পক্ষের কাজে যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তবেই আসল কাজটি হবে। তা না হলে হবে না। কারণ পুঁজিবাজারে বহুমুখী স্বার্থ জড়িত। ফলে এখানে নানা ধরনের বিষয় থাকে। এগুলোতে স্বচ্ছতা থাকলেই পুঁজিবাজারের উন্নতি সম্ভব।

Tagged