পরিসর বাড়ানোর পাশাপাশি পুঁজিবাজারে অনিয়ম বন্ধ করা প্রয়োজন

কথায় আছে, গাছের গোড়া কেটে আগায় পানি দিলে, সেই গাছ বাঁচে না। আমাদের দেশে নানা ক্ষেত্রে এমনটি দেখা যায়। বিশেষ করে পুঁজিবাজারে এটি যেনো এক ধরনের নিয়ম হয়ে যাচ্ছে। এ কারণে অনেক ভালো উদ্যোগ নেওয়ার পরও দেশের পুঁজিবাজার নানা সময়ই খেই হারিয়ে ফেলে। ফলে বড় ধরনের কেলেঙ্কারিও একাধিকবার হয়েছে পুঁজিবাজারে। যার ক্ষতিকর প্রভাব অনেক সুদূর প্রসারি। এ ধরনের প্রভাব থেকে পুঁজিবাজারকে বের হয়ে আসতে হবে।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজার থেকে জঞ্জাল দূর করার জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি পুঁজিবাজারের পরিসর বাড়ানোর জন্যও সংস্থাটি তৎপর রয়েছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও পুঁজিবাজার সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসইসি)। আমরাও মনে করি বাংলাদেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের পরিসর বাড়ানো উচিৎ। তবে যে বিষয়টি মনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে অনিয়ম বন্ধ করা না গেলে পুঁজিবাজারের পরিসর বাড়ানোর উদ্যোগ ভেস্তে যেতে পারে। এ কারণে একই সঙ্গে অনিয়ম বন্ধ করার কাজটিও জোরেসোরে করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে।

Tagged