দুর্বল মৌলভিত্তির শেয়ার গেইনারে, দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা

এসএমজে রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে ডিভিডেন্ড ঘোষণা না করা, পুঞ্জিভূত লোকসানে থাকা এবং অনুমোদিত মূলধন সাপেক্ষে পরিষোধিত মূলধন নেই- এরকম স্বল্পমূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর দিনদিন বেড়েই চলছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে এতে দুশ্চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের।
তথ্যানুসন্ধানে জানা যায়, এসব দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারের শুধু দরই বাড়ছে না, কোম্পানিগুলো উঠে আসছে দর বাড়া শীর্ষ দশে। তালিকার প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। এ শেয়ার দর ২১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। অথচ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা মাত্র এবং বিনিয়োগকারীদের নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে না। এছাড়া তালিকায় থাকা সমতা লেদার কমপ্লেক্সের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ। অথচ কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ১০ কোটি ৩২ লাখ টাকা এবং কোম্পানিটি বিগত ২০ বছর যাবৎ বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।


তালিকায় থাকা আরেক কোম্পানি কে এন্ড কিউ। এর শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা মাত্র। তালিকায় থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ভালো থাকলেও পুঞ্জিভুত লোকসানে রয়েছে। এ অবস্থায় থাকা কোম্পানিগুলোর দর বেড়েই চলছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন বিনিয়োগকারীরা।
কোনো কারণ ছাড়াই হুহু করে বাড়ছে দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ার দর। অন্যদিকে মৌলভিত্তির কোম্পানির শেয়ার দর বাড়ছে না। এই দর বাড়াকে স্বাভাবিক মনে করছেন না বাজার বিশ্লেষকরা। তারা বলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো কারসাজি রয়েছে। এ কারসাজির পেছনে কাদের হাত রয়েছে, তা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখার জোর দাবি জানান বাজার সংশ্লিষ্টরা।

Tagged