ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা্ করেছে। কোম্পানিগুলো হল- আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড।

আইপিডিসি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১১ মার্চ ২০২১। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ এপ্রিল ২০২১ সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ১.৯০ টাকা। আগের বছর ছিল ১.৭২ টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ১৬.৩৪ টাকা। আগের বছর ছিল ১৫.০৩ টাকা।এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস)হয়েছে ২০.৫৮ টাকা। আগের বছর ছিল ১১.৭৫ টাকা।

আইডিএলসি ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১১ মার্চ ২০২১। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ ২০২১ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ৬.৭৪ টাকা। আগের বছর ছিল ৪.৫১ টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ৪০.৪১ টাকা। আগের বছর ছিল ৩৭.১৮ টাকা।এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস)হয়েছে ৯.০৫ টাকা। আগের বছর ছিল ৪.৮৭ টাকা।

অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১১ মার্চ ২০২১। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ ২০২১ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয়(ইপিএস)হয়েছে ১.৮০ টাকা। আগের বছর ছিল ১.১২ টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ১৭.৮৬ টাকা। আগের বছর ছিল ১৬.৩৭ টাকা। এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস)হয়েছে ৩.৭৯ টাকা। আগের বছর ছিল ১.০৯ টাকা । সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/ঝি

 

Tagged