ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড

এসএমজে ডেস্ক:

ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ওয়েস্টান মেরিনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২০ দুপুর ২ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেটের কারনে আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৭৫ পয়সা। এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ০১ পয়সা।

৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট অ্যাসেট ভেল্যু (এনএভি) হয়েছে ২৪ টাকা ০৬ পয়সা। যা আগের বছর ছিল ৩০ টাকা ২৬ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged