টপটেন গেইনারের শীর্ষে ন্যাশনাল টিউবস

এসএমজে ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ১৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ১২ টাকা ৮ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ১৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ২৩ লাখ ২৮ হাজার ৮২৬ টি শেয়ার ৩ হাজার ৩০৮ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১৬ শতাংশ বা ২ টাকা ৯ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১০ লাখ ১৮ হাজার ১১৭ টি শেয়ার ১ হাজার ২১৬ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ বা ৬ টাকা ৭০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৬ লাখ ৬৪ হাজার ৭৭৪ টি শেয়ার ২ হাজার ২২২ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৭ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৫ দশমিক ৩৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্স (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৩৫ শতাংশ, মুন্নু জুট স্টাফলার লিমিটেডের ৫ দশমিক ১৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪ দশমিক ৪৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড , উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের ৩ দশমিক ৫৭ শতাংশ ও এটলাস বাংলাদেশ লিমিটেডের ৪ দশমিক ৪৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এসএমজে/২৪/রা

Tagged