ছাড়পত্র পেতে ৮ বছর!!

বিনোদন ডেস্ক:

শুরু হয়েছিল ২০১০ সালে শুটিং দিয়ে। আর কাজ শেষ হতে সময় লেগেছে প্রায় ২ বছর। ছাড়পত্র পাওয়ার জন্য এর ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা পড়ে প্রযোজক, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি। গত সোমবার  বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে মৌসুমী ও ডিপজল জুটির দ্বিতীয় এই ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা এফ আই মানিক। এর আগে এই জুটির দুলাভাই জিন্দাবাদ নামের আর একটি ছবি মুক্তি পেয়েছিল।

তিনি আরো বলেন, ‘নানা কারণে ছবির শুটিং শেষ করতে প্রায় দুই বছরের মতো সময় লেগেছে কিন্ত এবার আর দেরি করতে চাই না। সব কিছু গুছিয়ে খুব শিগগিরই ছবিটি মুক্তি দিতে চাই।’

ডিপজল বলেন, ‘দেশীয় সিনেমায় অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন গুণী নির্মাতা এফ আই মানিক। অন্যদিকে মৌসুমীও সফল নায়িকাদের একজন। আমরা দু’জন মিলে বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছি। আশা করি, এটিও সবার ভালো লাগবে।’

মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘সৌভাগ্য’ সিনেমাটিতে  ডিপজল-মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।

এসএমজে/২৪/তা

Tagged