স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ চার দিন বিরতি দিয়ে আবারো মাঠে ফিরছে কোপা আমেরিকার এবারের আসর। আগামীকাল সকাল ছয়টায় ‘বি’ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে পেরু। দারুণ ফর্মে থাকলেও পেরুকে সমীহ করছেন সেলেসাও কোচ তিতে। অন্যদিকে, গ্রুপের আরেক ম্যাচে রাত ৩টায় কলম্বিয়া আতিথ্য দেবে ভেনেজুয়েলাকে।
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। নেইমার, ফিরমিনোরা বিশ্বকাপ বাছাই পর্বের দারুণ ফর্মটা ধরে রেখেছেন কোপাতেও।
পেরুর বিপক্ষে তাই ব্রাজিল একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। গেল ম্যাচে বদলি হিসেবে নেমে গোল পেলেও গ্যাব্রিয়েল বার্বোজাকে থাকতে হবে রিজার্ভ বেঞ্চেই। আক্রমনে নেইমারের সঙ্গী হিসেবে রিচার্লিসন আর হেসুসে আস্থা রাখবেন কোচ তিতে। গেল ম্যাচে এক গোলে করার পাশাপাশি দলের তৃতীয় গোল করিয়ে ম্যাচ সেরা হওয়া নেইমার, পেরুর বিপক্ষে ম্যাচের ব্রাজিলের প্রাণ ভোমরা। কাগজ কলমের শক্তির পাশাপাশি রেকর্ড বলছে পেরুর বিপক্ষে ফেভারিট ব্রাজিলিই। দুই দলের ৪৮ মোকাবেলায় ব্রাজিলের ৩৪ জয়ের বিপরীতে মাত্র ৫টি ম্যাচ জিতেছে পেরু।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানায়, গার্সিয়া ও তার দল পেরু আমাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে। আমাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ভালোভাবেই জানে তারা। তাই তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই, সেরাটাই দিতে হবে।
‘বি’ গ্রুপের ৫ দলের মাঝে চার দল নিজেদের প্রথম ম্যাচ খেললেও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকা অভিযান শুরু করবে পেরু। ম্যাচের আগে পেরুর ফিটনেস কোচ করোনা আক্রান্ত হলেও দলের বাকি খেলোয়াড়রা সুস্থ আছেন।
গ্রুপের আরেক ম্যাচে লড়বে কলম্বিয়া-ভেনেজুয়েলা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা কলম্বিয়া এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। তবে ইকুয়েডরের বিপক্ষে তিন পয়েন্ট পেলেও সেরা ছন্দে ছিলো না কলম্বিয়া।
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে মূল দলের ৫ ফুটবলারকে হারিয়ে চাপে আছে ভেনেজুয়েলা।
এসএমজে/২৪/রা