কোন পথে হাঁটছে দেশের পুঁজিবাজার

দেশের পুঁজিবাজারে গতি ফেরাতে ভালো মানের কোম্পানিগুলোর শেয়ারে ঋণসুবিধা বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত যেসব কোম্পানি টানা তিন বছর ধরে ‘এ’ শ্রেণিভুক্ত রয়েছে, সেগুলোর শেয়ারে ৫০ মূল্য আয় অনুপাত (পিই রেশিও) পর্যন্ত ঋণসুবিধা মিলবে। আগে এসব শেয়ারে ৪০ পিই রেশিও পর্যন্ত ঋণসুবিধা মিলত। তবে যেসব কোম্পানির শেয়ার কেনায় বাড়তি ঋণসুবিধা পাওয়া যাবে, সেগুলোর ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০ কোটি টাকা। এর পরও পুঁজিবাজার কোন পথে হাঁটছে বোঝা যাচ্ছে না। এটি এখন বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা ছড়াচ্ছে। তারা দীর্ঘ দিন ধরে একটি স্থিতিশীল বাজারের প্রত্যাশা করে আসছেন কিন্তু ফল হচ্ছে উল্টো। তাই পুঁজিবাজারেরর বর্তমান প্রবণতা নিয়ে আরও বেশি সংশয় তৈরি হচ্ছে।

এখন যেভাবে হোক বাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে সব ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি বাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করাও জরুরি। না হলে পুঁজিবাজার এভাবে ধুঁকতে থাকবে। আর এ জন্য ক্ষতি হবে দেশের অর্থনীতির। আমাদের কথা হচ্ছে, দেশের কথা চিন্তা করেই পুঁজিবাজারের উন্নতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Tagged