কালোটাকার সুবিধা: পুঁজিবাজারের কতটা লাভ

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট সামনে রেখে কর-সুবিধা, নীতিসহায়তা ও দ্বৈত কর পরিহারের দাবি জানিয়েছে আর্থিক খাতের তিনটি সমিতি। এর মধ্যে কালোটাকা শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশের বদলে ৫ শতাংশ করারোপের দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও পুঁজিবাজার–সংশ্লিষ্ট একটি সমিতি। সমিতিগুলো হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই) গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বাজেট আলোচনায় অংশ নেয়। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমিতি আলোচনায় আসেনি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সবার কথা শোনার পর বলেন, অনেক পরামর্শ এসেছে। আগামী বাজেটে প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনার চেষ্টা করছেন বলেও জানান তিনি। সম্প্রতি গণমাধমে প্রকাশিত সংবাদে এমন তথ্য জানা যায়।

কালোটাকা বিনিয়োগের এ ধরনের সুবিধা বরাবরই থাকছে বাজেটে। কথা হচ্ছে এর মধ্যদিয়ে কতটা লাভ হচ্ছে দেশের পুঁজিবাজারের? সত্যিকার অর্থে পুঁজিবাজার উপকৃত হচ্ছে কিনা বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। নাকি পুঁজিবাজারের কথা বলা হলেও আসলে এর দ্বারা অন্যকোনো পক্ষই মূলত লাভবান হচ্ছে, সেটিও বাজেট তৈরি করার আগে ভেবে দেখতে হবে।

Tagged