এক হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে রূপালী ব্যাংক

এসএমজে ডেস্ক:

১০০০ কোটি টাকার নন-কনভার্টেবল প্রিপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

রূপালী ব্যাংক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। এডিশোনাল টিয়ার-১ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ অধীনে রূপালী ব্যাংক এই বন্ড ইস্যু করবে।

এই বন্ড ইস্যু করে রূপালী ব্যাংক মূলধন শক্তিশালী করবে। বন্ডটি ইস্যু করা হবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা

Tagged