ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির লেনদেন ৯৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৯৬ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৫৯ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৮ কোটি ৭৭ লাখ টাকার ৯৬ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইনস্যুরেন্স লিমিটেডে মোট ৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- ট্রাস্ট ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এস এস স্টিল, প্রগ্রেসিভ লাইফ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্সুরেন্স, এল আর গ্লোবাল মিচুয়াল ফান্ড-১, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স , ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, উত্তরা ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এসসিএমএলএফবিএসএলজিএফ, ইন্ডেক্স এগ্রো, আমান ফিড, পাওয়ার গ্রিড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, কোহিনুর কেমিক্যাল, বিজিআইসি, বিচ হ্যাচার,পপুলার লাইফ ইন্সুরেন্স ও মুন্নু সিরামিক।

এসএমজে/২৪/ সু

Tagged