আজ ব্লক মার্কেটে ৩১ কোম্পানির লেনদেন ৩৯ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। কোম্পানিটির মোট ২১ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মোট ৩ কোটি  ১৭লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আমান কটন ফাইবার্স, আমান ফিড, বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ফার্স্ট ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, জেনিক্স ইনফোসিস, আইডিএলসি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, লিনডে বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং মিলস, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, এনসিসি ব্যাংক, নিই লাইন ক্লথিংস, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনাটা, রবি আজিয়াটা, সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন মিলস, সুরিদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এস.এস. স্টিল এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged