আজ ব্লক মার্কেটে ২৪ কোম্পানির লেনদেন ২৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এস.এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি ৪২ লাখ ৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি  ৩০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোট ৪ কোটি  ২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সিটি ব্যাংক, ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন, গ্রীণ ডেলটা মিউচ্যুয়াল ফান্ড, কোহিনূর কেমিক্যালস কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, মালেক স্পিনিং মিলস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, রবি আজিয়াটা, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল এবং স্টাইলক্রাফট লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

 

Tagged