ব্লক মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন ৭২ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট ৫২ লাখ ১৫ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৭২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার লিমিটেড। কোম্পানিটির মোট ২৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। কোম্পানিটির মোট ২৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেডের মোট ৫ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল:-আমান কটণ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স,বিডি ফাইন্যান্স,বেক্সিমকো,ব্র্যাক ব্যাংক,সেন্ট্রার ইন্স্যুরেন্স,ডেল্টা ব্র্যাক হাউজিং,ইস্টার্ন ইন্স্যুরেন্স,জেনেক্স ইনফোসিস,গোল্ডেন হার্ভেস্ট,ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস,প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,প্রভাতী ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged