আগ্রাসী পতনের কারণ কী?

পুঁজিবাজারে গত সপ্তাহের আগ্রাসী দরপতনের কারণ কী? এই প্রশ্নই হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের। অনেক দিন থেকেই পতনের ধারায় রয়েছে বাজার। এর মধ্যে গত সপ্তাহে তিন শতাধিক কোম্পানির শেয়ারের দরপতন বিনিয়োগকারীদের বিধ্বস্ত করেছে। এতে পুঁজিহারানো বিনিয়োগকারীর মিছিল আরো দীর্ঘ হয়েছে। অথচ কিছু দিন আগেই অর্থ মন্ত্রীর বৈঠক, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এলো পুঁজিবাজার বিষয়ে। এরপর দুইদিন বাজারে সূচক বাড়ল। এতে আশা জেগেছিল হয়তো ইতিবাচক কিছু ঘটবে। কিন্তু সেটি ঘটেনি। ঘটেছে আশায় গুড়েবালি। এরপর কোন আশারবাণী শুনবেন বিনিয়োগকারীরা?

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুরো সপ্তাহে সূচক কমেছে ১২৭.৬০ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার শেষটুকুও থাকার কথা নয়। তাদেরকে বারবার বলা হচ্ছে- পুঁজিবাজার উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্যোগ নিচ্ছে। এরপরও বাজারের এমন আচরণ কীভাবে মেনে নেবেন বিনিয়োগকারীরা? যে প্রশ্ন শুরুতেই এসেছে- এর উত্তর কোথায় নিহিত, সেটি সংশ্লিষ্টদেরই ভাবা প্রয়োজন। বিশেষ করে জানা প্রয়োজন বাজারের নিয়ন্ত্রণ আসলে কোথায়। দেশের অর্থনীতিতে এমন কী ঘটল, যার কারণে বাজারের এই চিত্র?