অস্বাভাবিক দরবৃদ্ধিতে কারসাজি চক্র ফুলেফেঁপে ওঠে

এক বছরে জেমিনি সি ফুডের দাম বেড়ে প্রায় তিন গুণ হয়ে গেছে। গত বছরের ২৬ অক্টোবর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ১৮২ টাকা। গতকাল দিন শেষে সেই দাম বেড়ে হয়েছে ৪৯৭ টাকা ৫০ পয়সা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির শেয়ারের মূল্য ও লেনদেন বৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ মনে করছে। এ কারণে এমন মূল্যবৃদ্ধির কারণ খুঁজে বের করতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটিকে চারটি বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বিএসইসি। তার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কোম্পানিটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা; মূল্যবৃদ্ধির পেছনে বাজারে কোনো ধরনের কারসাজির ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা; কোনো ধরনের সুবিধাভোগী লেনদেনের ঘটনা ঘটেছে কি না, তা খুঁজে দেখা ও অন্যান্য যেকোনো ধরনের কারসাজির ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা।

কারসাজি ছাড়া এমনটি ঘটার কথা নয়। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও ফুলেফেঁপে ওঠে কারসাজি চক্র। এ কারণে প্রথমত কারসাজি রোধ করার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

Tagged