অসাধু ব্যবসায়ীরা রমজানের আগে কৃত্রিম সংকট সৃষ্টি করে  দাম বাড়াচ্ছে  ভোগ্যপণ্যের

 

নিজেস্ব প্রতিনিধি : রমজানের আসার আগেই অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। ভোগ্যপণ্যের দাম পাল্লাদিয়ে বেড়েই চলেছে তেল, ছোলা, চাল, ডাল, চিনি, পেঁয়াজ, চিড়া, নারকেলসহ রোজার প্রধান ভোগ্যপণ্যের দাম সাথে আরও বেশকিছু পণ্যের দাম বেড়েই চলেছে। দেশের বাণিজ্য মন্ত্রণালয় ভোগ্যপণ্যের মজুদ ভালো থাকায় কথা  বললেও উল্টো চিত্র খাতুনগঞ্জে। সরকার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে সয়াবিন তেল মিলছে না । গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ১৯ হাজার ২১৮ টন ছোলা খালাস হলেও এরই মধ্যে প্রতি কেজিতে ছোলার দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা। রমজানকে টার্গেট করে ভোগ্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

যদিও বাজার সংশ্লিষ্টরা বলছেন, পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও আমদানিকারক। এ জন্য মনিটরিং জোরদারের তাগিদ দেওয়া হচ্ছে। এখন থেকে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মত তাদের। তবে ব্যবসায়ীদের দাবি- আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।

এসএমজে/২৪/সা