অযৌক্তিক আতঙ্ক সৃষ্টি করে লাভবান হয় কারসাজি চক্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার খবর আসার পর দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে তা যেন কাটছেই না। এ কারণে বাজারেও বেশ অস্থিরতা দেখা দিয়েছে। এতে একটু ঊর্ধ্বমুখিতা দেখা দিলেই এক শ্রেণির বিনিয়োগকারী বিক্রির চাপ বাড়িয়ে দিচ্ছেন। ফলে পরক্ষণেই দরপতন হচ্ছে।

মানুষ ভূত না দেখেই যেমন ভয় পায়, যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টিও শেয়ারবাজারের জন্য তেমন হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার খবরে বিনিয়োগকারীরা অজানা আতঙ্কে ভুগছেন বলে মনে হচ্ছে। এই আতঙ্কের কারণ কারও স্পষ্ট জানা নেই।

যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, শেয়ারবাজারে তার কী প্রভাব পড়তে পারে- এসব না জেনেই বিনিয়োগকারীরা আতঙ্ক ভুগছেন। আর এই সুযোগে একটি চক্র গুজব ছড়াচ্ছে। সবকিছু মিলেই পুঁজিবাজারের অস্থিরতা দেখা দিয়েছে।

এর জন্য অনেক বিনিয়োগকারীও কম দায়ী নন। বিশেষ করে যারা কোনো কিছু সঠিকভাবে না বুঝেই গুজবে কান দেন, তারা বেশি ক্ষতির শিকার হন। তারা নিজেদের পাশাপাশি অন্যের ক্ষতির কারণ হয়ে ওঠেন। তাই আবারও সেই পুরনো কথা- জেনেবুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। না ক্ষতির আশঙ্কা থেকেই যাবে।

Tagged