অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

অনেক বেশি দাম দিয়ে কিনলে, সবচেয়ে ভালো শেয়ার থেকেও তেমন ভালো ফল লাভ করা যায় না। তাই কোনো শেয়ার কেনার আগে দেখতে হবে এটি অতিমূল্যায়িত কিনা। মনে রাখতে হবে পুঁজিবাজারে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভালো করা যায় না। এতে অনেকাংশ ঝুঁকি বেড়ে যায়। বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকবে শেয়ার কিনে মুনাফা করা। তবে এটি অন্য সাধারণ ব্যবসার মতো সরলভাবে দেখলে চলবে না। এখানে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার আগে কোম্পানিটির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে দেখতে হবে। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনায় দুর্বলতা, দক্ষতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক সময় কোম্পানির পরিচালকদের ব্যর্থতা বা অসততার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আমাদের দেশে পুঁজিবাজারে গুজব ও কানকথার বিষয়টি নতুন নয়। এতে প্রভাবিত হয়ে অনেক সময় বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হন। এরপর তাদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। এটি বাজার এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই ক্ষতিকর। এর মধ্য দিয়ে লাভবান হয় কারসাজি চক্র। বিষয়গুলো মোকাবেলা করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতনতার বিকল্প নেই।

Tagged