এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩ সেপ্টেম্বর সোমবার সর্বোচ্চ শেয়ার হাতবদল হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার লিমিটেড। এ কোম্পানির মোট ৫ লাখ ৪ হাজার ৩২৭টি শেয়ার ৩ হাজার ৮২৫ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ৮ কোটি ৮১ লাখ ৮৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকয় দ্বিতীয় ন্যাশনাল টিউবস লিমিটেড। কোম্পানিটির ৯ লাখ ৪৪ হাজার ৩৮৫টি শেয়ার মোট ৩ হাজার ৫৯৫ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ১৫ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির ৪ লাখ ২২ হাজার ২৩৯টি শেয়ার মোট ২ হাজার ৯১২ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ৬ কোটি ৮২ লাখ ৮১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভিএফএস থ্রেড ডাইং ২ হাজার ৭৮১ বার, জেএমআই সিরিঞ্জ ২ হাজার ৬৭১ বার, গ্রমীণফোন ২ হাজার ৬৬৪ বার, ব্রিটিশ আমেরিকা বাংলাদেশ টোবাকো কোম্পানি ২ হাজার ৩৭৩বার, স্টাইল ক্রাফট ২ হাজার ৩৪০ বার, লিগাসি ফুটওয়ার ২ হাজার ৩২৬ বার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২ হাজার ২৯১বার, ফরচুন সুজ ২ হাজার ২৫৭ বার,ওয়াটা কেমিক্যাল ১ হাজার ৮৬৮ বার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ১ হাজার ৮২০ বার, সামিট পাওয়ার ১ হাজার ৭২৩ বার, খুলনা পাওয়ার কোম্পানি ১ হাজার ৩৮৬, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ১ হাজার ৩৭৮বার, প্রিমিয়ার ব্যাংক ১ হাজার ২২০ বার, বীকন ফার্মাসিউটিক্যলিস ১ হাজার ২১৩ বার, প্রভাতি ইন্স্যুরেন্স ১ হাজার ১৭৬ বার, এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার ১ হাজার ১৬৩ বার হাতবদল হয়।
এসএমজে/২৪/মি
ব্রেকিং নিউজ :