সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩ সেপ্টেম্বর সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটে।
এদিন কোম্পানিটির মোট ৯১ লাখ ৫৩ হাজার ৮৪৭টি শেয়ার ১ হাজার ২২০ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১০ কোটি ২৬ লাখ ৩৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এর মোট ৫৬ লাখ ৬৪ হাজার ১৪৪টি শেয়ার ১ হাজার ৫৫ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে বিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এর মোট ৫০ লাখ ১৪ হাজার ৮৩৮টি শেয়ার ২ হাজার ৭৮১ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১২ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯ লাখ ৬৫ হাজার ১৯৮, সামিট পাওয়ার লিমিটেডের ৩৫ লাখ ৮৭ হাজার ৫১, দ্যা সিটি ব্যাংক লিমিটেডের ৩২ লাখ ৫১ হাজার ৩২৪, বীকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ৩১ লাখ ৫৮ হাজার ৭৬২,ফরচুন সুজ লিমিটেডের ৩১ লাখ ২৮ হাজার ৫০৯, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ২৬ লাখ ৩২ হাজার ৫৬৫, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৫ লাখ ৮৩ হাজার ১৮৮, ফিডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২২ লাখ ৫০ হাজার ১৫, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ১৯ লাখ ৯৪ হাজার ৫৫৫, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৮ লাখ ৯৮ হাজার ৩২৮, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ লাখ ৬২ হাজার ৩২১, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭ লাখ ৬৪ হাজার ৪৬৪, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৬ লাখ ৬৬ হাজার ৯৬৪ সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৬ লাখ ৫৫ হাজার ১১০,প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির ১৫ লাখ ৭৯ হাজার ১১৭, ব্র্যাক ব্যাংকের ১৫ লাখ ৪৬ হাজার ৩১৩, আর. এন. স্পিনিং মিলস্ লিমিটেডের ১৪ লাখ ২১ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/লি

Tagged