সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর। দেশের ধনী গরিব নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলসান দিনটিকে খুবই মর্যাদাপূর্ণভাবে উদযাপন করে থাকে। তাই দিনটি হওয়া চাই সকলের জন্য আনন্দের। এই কামনা করে পুজিবাজারের বিনিয়োগকারী, পাঠক, সংশ্লিষ্টসহ দেসবাসীকে জানাই শুভেচ্ছা।

উৎসবের আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করে নিতে পারলেই সার্থ্যক। করোনা মহামারির পর এবার ঈদ নিশ্চয়ই সকলের কাছেই গুরুত্বপর্ণূ। তারপরও সবার বাস্তবতা এক নয়। চাইলেও সবকিছু সম্ভব নয়। বিশেষ করে গত কয়েক বছর ধরে পুজিবাজারের বিনিয়োগকারীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। অনেকে পুজি হারিয়ে বাজারবিমুখ হয়েছেন। তাই সকলের অর্থনৈতিক সামর্থ্য এক নয়। এ কারণে কারো কারো হয়তো মনের মতো করে ঈদ উদযাপন করার সামর্থ্য নাও থাকতে পারে। তাদের প্রতি সকলে সহানুভূতিশীল হওয়াই কাম্য। তাহলে হয়তো বৈষম্যটা করে আসে। যে কোনো উৎসবেই বৈষম্য কাম্য নয়। আমরা চাই সবাই মিলে উৎসব করুক। এমন আকাঙ্খা থেকেই দেশ স্বাধীনে হয়েছে। আমাদের বীর যোদ্ধারা প্রাণের বিনিময়ে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তাদের প্রতিও আমাদের অশেষ শ্রদ্ধা। সকলের মঙ্গলা হোক। ঈদ মোবারক।

Tagged