দেশের পুঁজিবাজার অংশগ্রহণমূলক হলে দেশের অর্থনীতি উপকৃত হবে। আমাদের বিশাল জনসংখ্যার দেশ। এই দেশে সম্পদ বাড়াতে হলে অধিক সংখ্যক মানুষকে উপার্জনের সঙ্গে যুক্ত করতে হবে। যত বেশি মানুষ শ্রমে-উৎপাদনে সক্রিয় হবেন, তত বেশি অর্থনীতির আকার বাড়বে। আর এ ক্ষেত্রে দেশের পুঁজিবাজার হতে পারে অন্যতম হাতিয়ার। এখানে অনেক বেশি মানুষকে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। এতে শিল্পায়ন বেড়ে গিয়ে নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে। এ জন্য একটি উন্নত পুঁজিবাজারের বিকল্প নেই।
আমাদের দেশের মানুষ অলস নয়। তারা নানা ধরনের শ্রমের সঙ্গে যুক্ত। তবে সব শ্রমই গঠনমূলকভাবে কাজে লাগছে এমন নয়। যদি সব মানুষের কথা ভেবে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে জনবান্ধব অর্থনীতি দরকার হয়ে পড়ে। এই জনবান্ধব অর্থীতি গড়ে তোলার ক্ষেত্রে পুঁজিবাজার একটি বড় ক্ষেত্র। কিন্তু বহু দেশে এর সঠিক বাস্তবায়ন দেখা গেলেও সেতুলনায় আমরা পিছিয়ে রয়েছি। বিশেষ করে সুশানরে ঘাটতি পুঁজিবাজারের উন্নয়নে বড় বাধা। এই বাধা দূর করতে হবে। পুঁজিবাজারে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।