দেশের পুঁজবাজার যখনই কিছুটা স্বাভাবিক হয়ে আসে তখনই কারসাজিচক্র সক্রিয় হয়ে ওঠে। এই চক্র কতটা শক্তিশালী তা টের পাওয়া যায় বিভিন্ন সময় বাজারের অস্বাভাবিক উত্থান-পতন থেকে। এই চক্র কোনো কারণ ছাড়াই বিশেষ কোনো কোম্পানির শেয়ার দাম বাড়াতে থাকে। এর পর লাগামহীনভাবে দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হয়। বিনিয়োগকারীরা যখন শেয়ারটি কেনেন তখন কারসাজিচক্র শেয়ার ছেড়ে দিয়ে বের হয়ে আসে। তারপর শেয়ার দাম কমতে থাকে। পাশাপাশি বিনিয়োগকারীদের লোকসান বাড়তে থাকে। এ ধরনের ঘটনা আমাদের দেশের শেয়ার বাজারে প্রায়ই ঘটে।
কথা হচ্ছে, অনিয়মকারীরা তাদের কাজটি ঠিকই করে যাচ্ছে। এখন এটি প্রতিরোধ করা যাদের কাজ তারা কি সেই কাজটি করতে পারছে? অবস্থা দেখে তো মনে হয় পারছে না। যে কারণে বারবারই বিনিয়োগকারীদের ঠকানোর পাঁয়তারা হচ্ছে। এই পাঁয়তারা কার করছে? তাদেরকে ধরা কি খুবই কঠিন কাজ?
আমরাও মনে করি কারসাজি ধরার কাজটি সহজ নয়। কিন্তু অসম্ভবতো নয়। দেশের অনেক সংস্থা অনেক কঠিন সমস্যার সমাধান করে থাকে। তাহলে পুঁজিবাজারের বেলায় হবে না কেনো?