শেয়ার কিনে পরের দিনই মুনাফা পাওয়ার মানসিকতা ছাড়তে হবে

অবশ্যই মুনাফা করার জন্যই পুঁজিবাজারে বিনিয়োগ করেন সবাই। কিন্তু একদিন শেয়ার কিনে পরের দিনই মুনাফা পাবেন, এমন মানসিকতা ছাড় দিতে হবে। পুঁজিবাজারে থেকে যখন-তখন লাভ পাওয়া যাবে এটি ভাবার কারণ নেই। এ ধরনের আশা যারা করেন, তারা বাজার থেকে খুব একটা লাভবান হতে পারবেন না। বরং উল্টে পুঁজি হারানোর আশঙ্কা থাকে। এ কারণে বিনিয়োগ করার আগে জানা-বোঝা দরকার। ধৈর্য ও অভিজ্ঞতা থাকতে হবে।

পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ থাকাটা সব সবসময়ই ইতিবাচক। তাড়াহুড়া করার জায়গা এটি নয়। এখানে নানা ধরনের পরিস্থিতি বিবেচনা করে লেনদেন করতে হয়। দৈনন্দিন চলার খরচের টাকা পুঁজিবাজারে বিনিয়োগ না করাই ভালো। কিছুটা সঞ্চয় আছে, এমন টাকা বিনিয়োগ করাই শ্রেয়। অনেকে আবার ঋণের টাকা বিনিয়োগ করেন, এটি অনেক বেশি আত্মঘাতী। এমন অনেক শেয়ার আছে, যেগুলো থেকে মুনাফ তুলতে হলে বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে। সুতরাং প্রতিদিন লেনদেন করে মুনাফা পাওয়ার চিন্তা বাদ দিতে হবে। বিশেষ বিনিয়োগকারীদের মনে রাখতে হবে, পুঁজিবাজার বেশি মুনাফার জায়গা হলেও, রাতারাতি টাকা চলে আসবে, এমনটি নয়। এর জন্য ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে।

Tagged