বুঝে-শুনে দীর্ঘমেয়াদে বিনিয়োগ দরকার

নানা ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয় পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। তারা কখনো হতাশা এবং কখনো আশান্বিত হয়ে পুঁজিবাজারে সক্রিয় থাকেন। এই বিষয়টি নতুন কিছু নয়। তবে একজন বিনিয়োগকারীকে প্রতিদিনই নতুন ভাবনা নিয়ে পুঁজিবাজারে লেনদেন করতে হয়। এক্ষেত্রে যে যতটা মেধাবি তার ততটাই সাফল্য। বিশেষ করে জেনে-বুঝে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করাটা খুবই দরকার।

পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে ধৈর্যধারণ হচ্ছে একটি মহৎ গুণ। এর সঙ্গে মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে একজন বিনিয়োগকারী সফল হতে পারেন। এই অভিজ্ঞতার পথে বড় একটি বিষয় হচ্ছে, পুঁজিবাজার সম্পর্কে জানা। বর্তমান সময়ে পুঁজিবাজার অনেকটাই ডিজিটাল। এর মধ্য দিয়ে শেয়ার লেনদেন ও বিনিয়োগের আগে ভালো করে কোম্পানি সম্পর্কে ধারণা নিতে হবে। এসব তথ্য হয়তো বিভিন্নভাবে অনলাইন থেকেই পাওয়া সম্ভব। তবে বিশ্লেষণী মন তৈরি করতে হলে ভালো লেখকদের বই পড়তে হবে। এর মধ্য দিয়ে একটি সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। এই দৃষ্টিভঙ্গির আলোকে নিজের মেধার সমন্বয়ে পুঁজিবাজারে সক্রিয় থাকাটাই গুরুত্বপূর্ণ। সাধারণ বিনিয়োগকারীরা এর মধ্য দিয়ে ধীরে ধীরে পুঁজিবাজারে সাফল্য পেতে পারেন বলে আমাদের ধারণা।

Tagged