আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি করেছে জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের সফটওয়্যার সরবরাহের চুক্তি হয়েছে। এতে জেনেক্স ইনফোসিসের আগামী ৩ বছরে আয় বাড়বে ২২ কোটি টাকা।

শনিবার (০৮ মে) জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ সভায় এই চুক্তির অনুমোদন দেওয়া হয় বলে কোম্পানিটি জানায়।

চুক্তি অনুযায়ী, আইসিডিডিআরবির চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য জেনেক্স ইনফোসিস মাইক্রোসফট ডা্য়নামিকস ৩৬৫ ইআরপি সফটওয়্যার সরবরাহ করবে। এছাড়া আগামী ৩ বছর এই সফটওয়্যার পরিচালনায় সার্ভিস দেবে।

এই চুক্তির ফলে জেনেক্স ইনফোসিসের আগামী ৩ বছরে আয় বাড়বে ২২ কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতি বছর আইসিডিডিআরবি থেকে আয় হবে ৭.৩৩ কোটি টাকা।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস চলতি হিসাববছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৯০ পয়সা। আগের হিসাববছরের একই সময়েও ছিল ১ টাকা ৯০ পয়সা।

৩০ জুন, ২০২০ হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন যাবত ৫৪ টাকা ৭০ পয়সা ফ্লোর প্রাইসে লেনদেন হচ্ছে।
এসএমজে/২৪/রা

Tagged