আইপিওতে আসার আগে কোম্পানিগুলোর সক্ষমতা নিশ্চিত হওয়া চাই

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আগামী এক মাসে আরও চার-পাঁচটি কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম ।

তিনি বলেন, আগের মতোই কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে (কিউআইও) কোম্পানিগুলোকে অর্থ সংগ্রহের জন্য অনুমোদন দেওয়া হবে।

গত ৬ মে ভ্যাঞ্চার ক্যাপিটালের প্রাক বাজেট আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের বরাতে বিষয়টি জানা যায়।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, বর্তমান কমিশন ব্যবসাবান্ধব। আমরা ব্যবসাকে সহজ করে দেওয়ার জন্য কাজ করছি। এরইমধ্যে দেশের ব্যবসাকে এগিয়ে নিতে এসএমই বোর্ডে একটি কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও চার থেকে পাঁচটি কোম্পানির অনুমোদন দেওয়া হবে। এই বোর্ড ধীরে ধীরে বড় হবে এবং পরবর্তী সময়ে এখান থেকে বিভিন্ন কোম্পানি মূল বোর্ডে চলে যাবে।

এ ক্ষেত্রে অতীতের অভিজ্ঞা থেকে শিক্ষা নেওয়া জরুরি বলে আমরা মনে করি। বিশেষ করে আইপিওকে আসা কোম্পানিগুলো সব ধরনের সক্ষমতা রয়েছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। কোম্পানির সব ধরনের প্রতিবেদন তথ্য ভালো করে যাচাই হওয়াও দরকার।

Tagged