একটি দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি পুঁজিবাজার। এটি কেবল কাগজে কলমে নয় বাস্তবে প্রমাণ করতে হবে। আর এর জন্য আমাদের পুঁজিবাজারকে আন্তর্জাতিক সমকক্ষতা অর্জন করতে হবে। দুনিয়জুড়ে জ্ঞানবিজ্ঞানের উন্নতির ফলে পুঁজিবাজারও প্রতিনিয়ত উন্নত হচ্ছে। সে হিসেবে আমাদের দেশের পুঁজিবাজার এখনো ততটা উন্নত হয়নি। তাই উন্নত পুঁজিবাজারগুলোর শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে পারি।
আধুনিক অর্থনীতি বহুমুখি ধারণার ওপর নির্ভরশীল। এখন পৃথিবীজুড়ে অর্থনীতিবিদগণ নানা মত প্রকাশ করে থাকেন। তারপরও প্রায় সকলেই পুঁজিবাজারের গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে আসছেন। কিন্তু আমাদের পুঁজিবাজারকে এখনও অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে তোলা যায়নি। এটি করা গেলে অনেক বড় বড় উন্নয়ন প্রকল্পসহ শিল্পায়নের সম্ভাবনা সৃষ্টি করা যেতো। বিশেষ করে দেশের বেকারত্বে দূর করার ক্ষেত্রে পুঁজিবাজার হতে পারতো বড় সম্ভাবনার ক্ষেত্র। এসব বিষয় নিয়ে আমরা অতীতেও বহুবার লিখেছি। আরও কতদিন লিখতে হবে জানি না। কিন্তু একটি বিষয় জানি, সেটি হচ্ছে- আধুনিক অর্থনীতিতে পুঁজিবাজার অপরিহার্য বিষয়। একে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই নীতিনির্ধারকদের ভাবনায় বিষয়টি অধিক গুরুত্ব পাওয়া উচিত।