ডিভিডেন্ড পেতে এতো সময়ক্ষেপণ কার স্বার্থে?

কোনো বিষয় নিয়ে সময়ক্ষেপণ এদেশে নতুন কিছু নয়। তারপরও কিছু কিছু বিষয় আছে, যার জের টানতে হয় গোটা জাতিকে। কেউ যদি ব্যক্তিগত কাজে ঢিলেমি করেন, তিনি নিজে ক্ষতিগ্রস্ত হন, তার দায় তিনি নিজেই নেবেন। কিন্তু যেসব কাজ সমষ্টি বা গোষ্ঠীগত সেগুলোর ক্ষতি তো ব্যাপক। এর মধ্যে কোনো কোনো বিষয় হয়তো গোটা জাতিকেই ক্ষতির মধ্যে ফেলে। দেশের পুঁজিবাজারে লাখ লাখ মানুষ জড়িত। এখানে দেশের অর্থনীতি সংশ্লিষ্ট। তাই এ ক্ষেত্রে যদি ক্ষতি হয়, এটি মেনে নেয়া যায় না। যেমন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করে বসে থাকে। এরপর কবে নাগাদ বিনিয়োগকারীরা সেই ডিভিডেন্ড পাবেন তার কোনো খবর থাকে না। এতে বিনিয়োগকারীরা ক্ষতির শিকার হন। এই অহেতুক কালক্ষেপণ কোনো মতেই কাম্য হতে পারে না।

আধুনিক সময়ে প্রতিটি মানুষের কাছেই সময়ে মূল্য অনেক। সময় মতো কাজ না হলে মানুষের ক্ষতি বেড়ে যায়। এটি এক বা দুদিন নয়, বছরের পর বছর চলতে থাকলে ক্ষতির পরিমাণ হয় অসীম। এমন পরিস্থিতিই বিরাজ করছে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে। এর সমাধান হওয়া উচিত।

Tagged