আনুষ্ঠানিকতার বাইরে স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণ করল জাতি

বাঙালির জীবনে ঐতিহাসিক দিন ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এদিনটিটে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনা। প্রতি বছর জাতি দিনটিকে স্মরণ করে শ্রদ্ধাভরে। এ উপলক্ষে করা হয় নানা আয়োজন। কিন্তু এবর ঘটল ব্যতিক্রম। বিশ্বজুড়ে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাইস। বাংলাদেশও এর বাইরে নেই। এ কারণে স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল করে সরকার।

আনুষ্ঠানিকতা না থাকলেও আবেগ অনুভূতি নিয়ে যার যার মতো স্বাধীনতা দিবস উপলক্ষে জাতি মুক্তিযুদ্ধে শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণ করেছে। কারণ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বীর সন্তানদের কীর্তি থাকবে অম্লান। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশে এক শ্বাসরুদ্ধকর আতংক বিরাজ করছে। আমরা আশা করি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে এই সংকটও মোকবিলা করতে সক্ষম হবে। প্রতিটি মানুষের জীবন হবে আতঙ্কমুক্ত এবং আনন্দময়।

Tagged