মাস্টার ফিডের আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি

এসএমজে ডেস্ক:

মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের আইপিও বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ ১৯ অক্টোবর (সোমবার) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে

এর আগে, পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করতে বিএসইসি’র কাছে আবেদন করে কোম্পানিটি।তবে ২০১৯ জানুয়ারি- ফেব্রুয়ারির হিসাবে কোম্পানি স্বল্প সময়ের যে বিক্রি দেখিয়েছে তা সন্দেহজনক বলে মনে করে কমিশন।

এছাড়া, কোম্পানির ১৪ একর জমিতে ৯টি পুকুর আছে। এসব পুকুর খননে ৪ কোটি ২২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এখাতে অতিরিক্ত ব্যয় দেখিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানির ভবন ও কারখানা নির্মাণেও খরচ অতিরিক্ত দেখানো হয়েছে। কোম্পানিটি প্রশাসনিক ব্যয় কম দেখিয়ে মুনাফা বেশি দেখিয়েছে। প্রসপেক্টাসে দেওয়া আলোচ্য তথ্যে সন্দেহজনক এবং অসংগতি মনে হয়েছে কমিশনের কাছে। ফলে কোম্পানির আইপিও বাতিল করেছে কমিশন।

উল্লেখ্য, মাস্টার ফিড অ্যাগ্রোটেকের পরিশোধিত মূলধন ছিল ১০ লাখ টাকা। ২০১৮-১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৫৭ কোটি টাকা। সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এসএমজে/২৪/মি

Tagged