রেকর্ড ডেটের জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকা যুক্তিযুক্ত নয়

আইনের প্রয়োজনে কোনোকিছু হয় না। প্রয়োজনের জন্যই আইন হয়। সুতরাং প্রয়োজনটাই আগে। আইন পরে। আমাদের দেশের পুঁজিবাজারকে সময়োপযোগী করতে হলে বিষয়টি মাথা রাখা দরকার। যেমন কোম্পানির নির্রিত রেকর্ ডেটে শেয়ার লেনদেন বন্ধ রাখার বিষয়টি যুক্তিযুক্ত নয়। এটি অন্যকোনো পুঁজিবাজারে নেই। তাই এর পরিবর্ন দরকার।
আধুনিক পুঁজিবাজারের অন্যতম শর্ত আইনি সক্ষমতা। এ কারণে পুরনো অনেক কিছু বদলে যেতে পারে। এই বদল মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্টদের। তা হলে পুঁজিবাজারের উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নত অর্নীতির জন্য উন্নত পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্। এটি সবাইকে অনুধাবন করতে হবে। পুরনো নিয়ম-কানুন আঁকেড়ে থাকার ফলে অনেক সময় ক্ষতি হতে পারে। যুগের চাহিদা অনুযায় আইন-কানুন তৈরি করটাই কাম্য। এতে ব্যবস্থপনার মধ্যে গতি সঞ্চার হয়। দেশের পুঁজিবাজারকে অর্নীতির অন্যতম স্তম্ভ হিসেবে দাঁড় করাতে হলে আমাদের সবকিছু সময় উপযোগী হওয়া প্রয়োজন। কারণ মনে রাখতে পুঁজিবাজার এমন একটি জায়গা যেখানে লাখ লাখ বিনিয়োগকারীসহ, বহু কোম্পানির বিচরণ ক্ষেত্র। তাই বৃহত্তর প্রয়োজনেই এর উন্নতি প্রয়োজন।

Tagged