মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসছে নিটল ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে আগামীকাল (৯ মার্চ)। কোম্পানির শেয়ারের লেনদেন রেকর্ড ডেটের জন্য আজ, রোববার বন্ধ রয়েছে। গত ৪ থেকে ৫ মার্চ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়।

নিটল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। ৫ মার্চ কোম্পানির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২৭ টাকা ৮০ পয়সা।

মূল্য সংশোধনী রেশিও অনুসারে কোম্পানিটির শেয়ারের দর আগামীকাল প্রায় ১ টাকা ৫০ পয়সা কমে ২৬ টাকা ৩০ পয়সায় শুরু হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই তথ্য রেশিও অনুসারে দেওয়া হয়েছে। এর ওপর ভিত্তি করে শেয়ার দর প্রভাবিত হওয়ার সুযোগ নেই। এমন কিছু ঘটলে পত্রিকা কর্তৃপক্ষের কোনো দায় থাকবে না।

এসএমজে/২৪/ঝি

Tagged