৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইসলামিক ফাইন্যান্স

এসএমজে ডেস্ক:

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ মঙ্গলবার, ৭ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৪তম সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন হয়।

৭ বছর মেয়াদী এই বন্ডটির বৈশিষ্ট্য- নন কনভারটেড, ফুল্লি রেডিমেবল, আনসিকিউরেড, আনলিস্টিড মুদারাবা বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে যা বিভিন্ন ব্যাংক, কর্পোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানীসমূহ, আর্থিক প্রতিষ্ঠারসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিভিন্ন প্রতিষ্ঠান থেকেভিককক অর্থ উত্তোলন করে কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও বিভিন্ন খাতে ব্যয় করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ২৫ (পঁচিশ) লক্ষ টাকা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। আর এর লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট। সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এসএমজে/২৪/বা

Tagged