২৬ নভেম্বর সিঙ্গারবিডির ইজিএম

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে। এজন্য কোম্পানিটি আগামী ২৬ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

সূত্র জানায়, আগামী ২৬ নভেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর কোম্পানি দুইটিকে মার্জারের জন্য উচ্চ আদালত আদেশ দিয়েছে।

এর আগে সিঙ্গারবিডির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। মার্জারের মাধ্যমে কোম্পানি দুইটি এক হয়ে যাবে। ইন্টার‌ন্যাশনাল অ্যাপলিয়েন্স শতভাগ সহযোগী কোম্পানি সিঙ্গারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএমজে/২৪/রা

 

Tagged