এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রপ্তানি বাড়াতে নতুন এই বিনিয়োগে যাচ্ছে।
সূত্র মতে, সাভারে অবস্থিত কোম্পানিটির কারখানা রপ্তানিমুখী সিগারেট উৎপাদন করতে ব্যবসা সম্প্রসারণ করছে। এই জন্য বিনিয়োগ কারা হবে ১৯২ কোটি ৫০ লাখ টাকা। এই টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে। গত ৩১ ডিসেম্বর ২০২০, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছে এক হাজার ২৫০ কোটি টাকার মতো।
এই সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস ঘোষণা করেছে কোম্পানিটি। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/রা