নিজস্ব প্রতিবেদক:
বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্র্যাফট লিমিটেড। আজ রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ১ এ অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বেলা ১১:৩০ এ কোম্পানিটির ৩৬তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা লভ্যাংশ ১৫০ শতাংশ বোনাস শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।
গত বছর কোম্পানিটি ৪১০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। এবছর ১৫০ শতাংশ বোনাস শেয়ার দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এজিএমে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি।
বিনিয়োগকারীরা বলেন- ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তাই তারা খুশি। পাশাপাশি আগামী বছরগুলোতে এই ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান তারা।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থ্যাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মি. শামস আলমাস রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির সচিব মি.এডমন্ড গুদা, কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মি. এবিএম লুৎফর রহমান, কোম্পানির পরিচালক ড.আলমাস বেগম, মি.এম.ফজলুর রহমান ,মি.শরীফ আলমাস রহমান ,মি. মোসলেহউদ্দিন আহমেদ ও কোম্পানির কর্মকর্তাবৃন্দ এবং বিনিয়োগকারীরা।
এসএমজে/২৪/মিন