সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের ওপর নির্ভর করে বিনিয়োগ করা উচিৎ নয়

ইদানীং দেখা যাচ্ছে, পুঁজিবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ সক্রিয় রয়েছে। এর দ্বারা এক শ্রেণির অসৎ ব্যক্তি বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ এই সকল গ্রুপের বিভিন্ন তথ্যের মাধ্যমে প্রভাবিত হয়ে কেউ যাতে পুঁজিবাজারে বিনিয়োগ না করেন, এমন আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে বিনিয়োগকারীদের অবশ্যই সতর্ক হওয়া উচিৎ।

এছাড়াও বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিওিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ এমনকি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে৷ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা৷

ডিএসই’র নাম ব্যবহার করে যে সব ফেক বা ভূয়া অ্যাকাউন্ট বা ফেইসবুক আইডি ব্যবহার করা হচ্ছে-সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেষ্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরো অনেক গ্রুপ রয়েছে৷

এই সমস্ত ফেক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরজ্ঞিত তথ্য প্রকাশ করে ঐসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উৎসাহিত করছে৷ প্রকৃত পক্ষে ডিএসইতে এই ধরণের কোন গ্রুপ নেই৷

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম খুবই শক্তিশালী। সকলের উচিৎ এর নেতিবাচক দিকটি মাথায় রেখে তথ্য গ্রহণ-বর্জন করা।

Tagged