সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে, যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হয়েছিল। এ ছাড়া অপর দুটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসই ৩০ সূচক এদিন ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৫৩৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৫২৮ পয়েন্টে।
আমরা আরও কয়েক বছর আগে থেকে বলে আসছি সূচক ৭-৮ হাজার পয়েন্টেও যেতে পারে। এটি আমাদের সামগ্রিক অর্থনীতির বাস্তবতায় সম্ভব। ফলে এতে আমরা খুব একটা অবাক হচ্ছি না। তবে যে বিষয়টিতে জোর দিতে চাই, সেটি হচ্ছে একটি সুনির্দ্দিষ্ট লক্ষ্য নিয়ে পুঁজিবাজারকে গড়ে তুলতে হবে। এখানে যে অসঙ্গতিগুলো রয়েছে, এর থেকে বের হয়ে আসতে হবে। সুতরাং পুঁজিবাজারে সূচকের রেকর্ড হলো কিনা এটি জরুরি নয়, জরুরি হচ্ছে একটি আন্তর্জাতিক মানের পুঁজিবাজার। যার মধ্য দিয়ে আমাদের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হতে পারে।